সমালোচিত সানাই!

Sanai

জিয়াউল জিয়া, পিবিএ : ক্যারিয়ারের শুরু থেকেই আলোচিত মডেল অভিনেত্রী সানাই। কিন্তু বর্তমান সময়ে তিনি বেশ সমালোচিত তার কিছু মন্তব্যের কারণে। ওই সব মন্তব্যের মাধ্যমে তিনি মিডিয়ার সিনিয়র আর্টিস্টদের হেয় করেছেন বলেই সবার মত। সানাই তার একটি ফ্যান পেজ খুলেছেন ফেসবুকে। আর এটাকেই তার ‘যা খুশি’ বলার প্লাটফর্ম বানিয়েছেন। সম্প্রতি তার একটি পোস্ট সকলের দৃষ্টিগোচর হয়েছে। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘‘কিছু কথা শুনলে সত্যি হাসি পায়… তারা নাকি প্রথম সারির নায়িকা… তাহলে তাদের মাথা ব্যাথার কারণ আমি কেন? লুল দুনিয়া…যদি সত্যি তারা প্রথম সারির নায়িকা হবে তাহলে সানাই তাদের সমালোচনার বিষয় হবে কেন? হ্যাকার বসায় আইডি হ্যাক করায়, নিজেরা এতই ইন্সিকিউরিটিতে ভুগে.. এগুলা বলে প্রথম সারির নায়িকা… ছিঃ থু…
দেখ আমাকে দেখ আর জ্বলে পুরে ছারখার হ…ছোটলোক দেখছি তোদের মত দেখিনি… আয় আমার বাসায় কামলা খাট আয়… মাসে ৩০০ টাকা করে দিব চলবে? ৩০০টাকা কি কম হইছে? তাহলে ৩৫০ টাকা দিব, হবে? এগুলা নাকি ১ম সারির নায়িকা… ছিঃলজ্জাও নাই? বুড়ি ভুস্কি গুলা… হ্যাকার বসায় আইডি হ্যাক করায়…’। তার এই পোস্টের বিপরীতে মিডিয়া সংশ্লিস্টদের বক্তব্য হচ্ছে, মিডিয়ায় প্রফেশনাল জেলাসি জন্মলগ্ন থেকেই চলে আসছে। তাই বলে কারও ফেসবুক একাউন্ট হ্যাক করার জন্যই ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। সানাই কি এমন তারকা হয়ে গেছেন যে তার একাউন্ট হ্যাক করতে হবে? তাতে লাভ কি হবে? আর সে প্রথম সারির নায়িকাদের তার বাসায় কাজের লোক রাখতে চান। এটা চরম গর্হিত মন্তব্য। কত টাকা হয়েছে তার? এই টাকার উৎস কি?

এছাড়াও সানাই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে, নিজেকে দেখতে যাতে সুন্দর লাগে তাই তিনি ব্রেস্ট ইমপ্লান্ট করেছেন। এটা শুধুই তার ভাললাগার জন্য। কিন্তু তার পেজে তিনি যেসব ছবি পোস্ট করেছেন তার সবই তার বক্ষদ্বয় এক্সপোজ করে। এক্ষেত্রে অনেকের মত, সানাই অল্প সময়ের মধ্যে তরুণদের তার দিকে টানতেই এই ইমপ্লান্টের ঘটনা ঘটিয়েছেন। ‘ভদকা লাগাকে…তেরে নাল নাচনা’ শির্ষক হিন্দী গানের সঙ্গে তিনি লিপসিং করে একটি ভিডিও পেজে পোস্ট করেছেন। সেখানে তিনি আঙ্গুল নেড়ে তার বক্ষকে ইঙ্গিত করছেন। এই ভিডিওকে অশালীন বলেই বিবেচনায় নিয়েছেন সবাই।

তিনি সিনিয়র আর্টিস্টদের সম্পর্কে বলেছেন, টক শো’তে নাকি তাকে নিয়ে কথা না বললে নাকি কেউ তা দেখে না। তাই টক শো হিট করাতেই নাকি তাকে নিয়ে কথা বলে সবাই। এক্ষেত্রে অভিজ্ঞদের মতামত হলো, সানাই মিডিয়ায় এসেছেন সেদিন। টক শো অনেক আগে থেকেই হয়ে আসছে। সেসব কি মানুষ দেখেনি। সানাই আসলে নিজেকে অনেক বড় কিছু ভাবতে শুরু করেছেন। আসলে সে তেমন কিছু্ই না।

 

Sanai-2

 

আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘এই পোস্ট টি তাদের জন্য যাদের কিছু নাই অন্যকে দেখে Jealous হওয়া ছাড়া…শোনো তোমাদের কিছু নাই এই দ্বায়ভার আমার না, পিছনে লাগা বন্ধ কর পারলে সামনে এসে কথা বল…রাস্তার দুই টাকার ফাউল মাইয়া গুলা, কিছু নাই হুদাই মানুষের পিছনে লাগে তোমরা প্লিজ আমার বাসার সুইপারের কাজ নাও, তাহলে টয়লেট পরিষ্কার করার জন্য হলেও আমার আশেপাশে থেকে কিছু শিখতে পারবে…।’ তার এই পোস্টের বিপরীতে অন্যদের বক্তব্য হলো, তার জেলাম হয়ে তার দেখাদেখি কে ব্রেস্ট ইমপ্লান্ট করেছে? কে পেষবুকে এমন অশালীন ছবি ছড়াচ্ছে? আসলে কারো সেই সময় নাই।

সবমিলিয়ে, সানাইকে সবাই এখন দেখছেন বেশ বাঁকা দৃষ্টিতেই। এক্ষেত্রে দর্শকদের একাংশের মতামত হলো সানাই আর্টিস্ট হিসেবে কতোটা দক্ষ সেটাই প্রথমে দেখা উচিত। সে বেশ কিছু মিউজিক ভিডিও করেছেন। যার বেশিরভাগই মানহীন। দু’টো ছবি করেছেন। কেমন কাজ করেছেন সেটা ছবি মুক্তির পর বোঝা যাবে। এখনই তার কথার যে লেভেল তাতে তাকে বেয়াদব না ভেবে উপায় নেই।

সানাই মিডিয়ার নতুন মুখ। তার সামনে যে বাস্তবতা তাতে তাকে সিনিয়ররা সাহায্য না করলে তিনি ক্যারিয়ার নিয়ে এগোতে পারবেন না। মিউজিক ভিডিও করেই জীবন পার করতে হবে। তাই তার নিজের ক্যারিয়ারের স্বার্থে তাকে সংযত হওয়ার পরামর্শই দিয়েছেন সবাই।

পিবিএ/জিজি

আরও পড়ুন...