সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমা দেওয়ার সময়সীমা ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। তাই সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার কার্যক্রম শেষ করে ১০ মের মধ্যে আশকোনা হজ অফিসে পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ‘১৬১৩৬’ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।