সরকারের উন্নয়ন কর্মকান্ডে পাল্টে যেতে শুরু করেছে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার জনজীবন। এবার পরিত্যক্ত ও দখলী জলাভূমি উদ্ধার করে রংপুর মৎস উন্নয়ন প্রকল্প পুকুর খননের মাধ্যমে শুরু করেছে মাছ চাষ। পাশাপাশি পাড় সমূহে ফলজ চারা রোপনের মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছে জলাশয় তীরবর্তী মানুষ। ফলে ফলদ বৃক্ষ ও মৎস চাষে ভাগ্য বদল হবে সাবেক ছিটবাসীর। রবিবার, ৫ মে। ছবি: পিবিএ