পিবিএ ডেস্ক: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডটি নিজের নামে করে নিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।
গতকাল (রোববার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩ ছক্কা হাঁকান রোহিত। তাতেই টপকে যান ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইলকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের ছক্কা এখন ১০৭টি। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া গেইলের ছক্কা ১০৫টি। নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল ১০৩ ছক্কা নিয়ে আছেন তৃতীয় স্থানে।
ফ্লোরিডার লডারহিলে রোহিতের ৫১ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে ভারত। জবাবে উইন্ডিজ ১৫.৩ ওভারে ৪ উইকেটে ৯৮ রান তোলার পর বৃষ্টি নামে। এরপর আর খেলা মাঠে গড়ায়নি।
ফলে বৃষ্টি আইনে ২২ রানে জয়ী হয় ভারত। টানা দুই ম্যাচ জেতায় সিরিজ নিশ্চিত হয়ে গেছে সফরকারীদের। আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা
১. রোহিত শর্মা (ভারত)- ১০৭ (৯৬ ম্যাচ)
২. ক্রিস গেইল (উইন্ডিজ)- ১০৫ (৫৮ ম্যাচ)
৩. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ১০৩ (৭৮ ম্যাচ)
৪. কলিন মানরো (নিউজিল্যান্ড)- ৯২ (৫২ ম্যাচ)
৫. ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)- ৯১ (৭১ ম্যাচ)
পিবিএ/ ইকে