পিবিএ,মাগুরা: দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরসহ মাগুরা প্রেসক্লাব ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ফখরে আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে সাইফুজ্জামান শিখর এমপি এ প্রসঙ্গে বলেন, উন্নয়ন ও অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফখরে আলম একজন পথিকৃত। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমস্য, সংকট ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে তিনি আজীবন নিরলস ভাবে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু সাংবাদিকতার ক্ষেত্রে এক অপুরনীয় ক্ষতি। আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি।পিবিএ/মোখলেছুর রহমান/এএম