পিবিএ, রাজশাহী: একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলোওয়ার হোসেন সাঈদীকে আজ বৃহস্পতিবার সকাল ১১ টাই মহানগর দায়রা জজ আদালতে তোলা হয় ।
সাঈদীর হাজিরা উপলক্ষে আদালতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া সাঈদীকে একনজর দেখতে আদালতে ভিড় করেছেন উৎসুক জনতা। ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।
প্রসঙ্গত,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার আসামি দেলোওয়ার হোসেন সাঈদী। ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি ইসলামী ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে মারা যান ফারুক। এতে আসামি হন জামায়াতের শীর্ষ নেতা দেলোওয়ার হোসেন সাঈদীও। এ মামলাতেই রাজশাহীর আদালতে নেয়া হয় দেলোওয়ার হোসেন সাঈদীকে।
পিবিএ/রুবেল/জেডআই