
সাতক্ষীরার দেবহাটায় বদরতলা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে পার্শবর্তী মনোরঞ্জন রায়ের বিভিন্ন স্থাপনা ভাংচুর করিয়েছে শিক্ষকরা।পরে সেই স্থান দখলে নিয়েছেন স্কুল কতৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরার দেবহাটা উপজেলার বদরতলা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনের অংশের ডান পাশে স্থানীয় মনোরঞ্জন রায়ের রাখা ইট দিয়ে তাদেরই কাঠের ঘর ও মুরগির ঘর ভাংচুর করে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।স্কুলের
শিক্ষকদের নির্দেশে এই কাজটি করেছে স্কুলের শিক্ষার্থীরা।
মনোরঞ্জন রায় বলেন, আমাদের পৈতৃক ভিটায় আমি এবং আমার বড় ভাই দীর্ঘদিন বসবাস করে আসছি।বাড়ির পিছনে মুরগিঘর,কাঠঘর এবং বাড়ি সংস্কার করার জন্য ইট রাখা ছিলো। স্কুলের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র গাইন এবং শিক্ষক লহ্মীপদ ঘোষের আদেশে ছাত্ররা আমার ইট নিয়ে আমাদের বাড়িতে ছুড়ে মারে। এতে আমাদের মুরগিরঘর, কাঠেরঘর ভেঙে গেছে। শিক্ষকরা মানুষ গড়া কারিগর।তাদের কাজ থেকে এই ধরনের কাজ আশা করা যায় না। ছোট বয়স থেকে শিক্ষার্থীদের দিয়ে দখলের মতো জঘন্য কাজ করিয়েছে।এই কাজের সাথে জড়িতদের শাস্তির দাবী করছি।
যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদ্যোত মৃধা বলেন, এই জমি আমরা সরকারিভাবে ডিসিয়ার কেটে চলেছি। স্কুলের ভিতর থেকে বেশ কয়েকটি বাইসাইকেল চুরি হয়। সেজন্য সেখানে শিক্ষার্থীদের সাইকেল শেড তৈরী করা করার জন্য পাশবর্তী এক পরিবারের ইট ছিলো সেগুলো শিক্ষার্থীদের দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।