সাতক্ষীরায় আম্পানে কৃষিতে ক্ষতি ১শ’৩৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা

এস,এম,হাবিবুল হাসান,সাতক্ষীরা: সাতক্ষীরার উপকূলসহ ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলার বিভিন্ন অঞ্চল। আম্পানে জেলার কৃষিতে ১শ’৩৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার কৃষি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মিট দ্য প্রেসের মাধ্যমে আম্পানে ক্ষয়ক্ষতি নিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলায় ৪৭ হাজার ৯শ’৯০ জন কৃষকের ২ হাজার ৩৭ হেক্টর জমির ১৬ হাজার ২শ’৯৬ মেট্রিক টন আমের ক্ষতি হয়েছে। যার মূল্য ৬৫ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা। ৫৪ হাজার ৩শ’৮০ জন কৃষকের ২ হাজার ৭২ হেক্টর জমির ৩১ হাজার ৮০ টন সবজির ক্ষতি হয়েছে। যার আনুমানিক মূল্য ৬২ কোটি ১৬ লাখ টাকা। ২ হাজার কৃষকের ২শ’১৩ হেক্টর জমির ১ হাজার ২শ’৭৮ টন পানের ক্ষতি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা। ১ হাজার ৫শ’ কৃষকের ১০ হেক্টর জমির ১৫ টন তিলের ক্ষতি হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। মোট ক্ষতির পরিমাণ ১শ’৩৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা।

মিট দ্য প্রেসে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) বদিউজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম ও মৎস্য অফিসার মশিউর রহমান উপস্থিত ছিলেন।
পিবিএ/সাতক্ষীরা প্রতিনিধি/এএম

আরও পড়ুন...