পিবিএ,সাতক্ষীরা: সাতক্ষীরায় করোনাভাইরাসের(কোভিড-১৯)উপসর্গ নিয়ে মৃত্যুবরন করা আয়ুব আলী (৭০) ও সেলিনা বেগম (৫৬) নামে এক বৃদ্ধ ও এক মধ্য বয়সী নারীর বাড়িসহ আশপাশের প্রায় ১৫-২০ টা বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।তারা হলেন সদর উপজেলার রইচপুর গ্রামের মৃত ইজার আলীর ছেলে ও পাঁচপোতা গ্রামের ঈসমাইল হোসেনের স্ত্রী।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে করোনার উপসর্গ নিয়ে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন ।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের নেতৃত্বে মৃত্যু সেলিনা বেগমের বাড়ীসহ আশপাশের ১০ টি বাড়ী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক লকডাউন করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে। করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসাবে পূর্ব সর্তকতার কার্যক্রম হিসাবে দেবহাটা থানাধীন পাঁচপোতা এলাকা সহ আশপাশের এলাকা লকডাউন করা হয়।মৃত্যু ব্যক্তি করোনা আক্রান্তে মৃত্যু বরণ করেছে কিনা তাহা যাচাই করার জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।করোনা মোকাবেলায় সকলে সচেতন থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি তদন্ত উজ্জ্বল মৈত্র,থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী প্রমুখ।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে গত ২৩ মে সেলিনা বেগম নামের ওই নারী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশেনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে, বৃদ্ধ আয়ুব আলী একই উপসর্গ নিয়ে গত ২২ মে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশেনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, মৃতবরণকারী দুই ব্যক্তিরই মেডিকেলে ভর্তির পর ওই দিনই তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও তাদের রিপোর্ট পাওয়া যায়নি।
পিবিএ/এস,এম,হাবিবুল হাসান/এএম