পিবিএ,সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় গাঁজা সেবনের দায়ে সোয়েব সাহান (২০),সজলকে (২০) ও টিপু সুলতানকে (২৫) নামে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে তালা উপজেলার নগরঘাটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজা দেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে নগরঘাটা গ্রামের ভুট্টো মাস্টারের ছেলে সোয়েব সাহান ও পাঁচপাড়া গ্রামের রেজাউলের ছেলে সজলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচপাড়া গ্রামের রফিকুলের ছেলে টিপু সুলতানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে দুপুরে পাটকেলঘাটা থানার এসআই মাহাবুব, এসআই কালাম, এসআই মিজান ও এসআই শাহিন গোপন সংবাদের ভিত্তিতে নগরঘাটায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/হাবিবুল হাসান/বিএইচ