সাতক্ষীরায় ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মা-নবজাতকসহ নিহত ৩

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক কন্যা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ছয়জন। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নিহত হয়েছেন ডালিম হোসেন (২৭)।

বুধবার (১০ মে) বেলা ৩টার দিকে মহাসড়কের তালার মির্জাপুর শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিলা খাতুন (৪০) সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী ও নবজাতক তানজিলার দুই দিনের শিশু এবং ডালিম হোসেনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার নারানপুর গ্রামে।

নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, বাড়িতে বাচ্চা প্রসবের পর বাচ্চা অসুস্থ হলে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজে নেয়া হচ্ছিল। এ সময় তালার মির্জাপুরে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মির্জাপুর স্কুলের শিক্ষক সূর্য কান্ত পাল জানান, সাতক্ষীরাগামী একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা ও নবজাতকের মৃত্যু হয় এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ আরো পাঁচ-ছয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

চুকনগর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শওকাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে মা ও নবজাতকের মৃত্যু নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্রুত আহতদের উদ্ধার করে খুলনায় পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন...