মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রেজাউল ইসলাম (২৮) নামের এক যুবক ঘোড়াঘাট এলাকায় ইলেক্ট্রনিক পণ্য বাজারজাত (মার্কেটিং) করতে যান। সেখানে ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাটের ওসমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন।
নিহত রেজাউল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, লিটন মিয়া নামের এক যুবক একটি ইলেক্ট্রিক কোম্পানিতে কাজ করেন। তারই সহযোগি হিসেবে রেজাউল ইসলামও কাজ করতেন। এরই একপর্যায়ে বুধবার বিকেলের দিকে এই দুইজন মোটরসাইকেল যোগে ঘোড়াঘাট এলাকায় পণ্যসামগ্রী বাজারজাত করছিলেন। এরপর নিজ বাড়িতে ফেরার পথে ওসমানপুর এলাকায় একটি ট্রাক তাদের ধাক্কায় দেয়। এতে দুজনই আহত হন। তার মধ্যে রেজাউল ইসলাম মারাত্নক আহত হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা সন্ধ্যার দিকে রেজাউল ইসলাম মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, ওইস্থানে সড়ক দুর্ঘটনায় রেজাউল ইসলাম নিহত হয়েছেন। এমন ঘটনা খুবই দু:জনক।