সাবেক এমপি মকবুল হোসেনের বিরুদ্ধে প্রকাশিত খবর প্রসঙ্গে বাড়ি মালিকের বিবৃতি

পিবিএ,মেহেরপুর: মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও মেহেরপুর জেলা আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বিরুদ্ধে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় বাড়ি দখলের অভিযোগ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন খোদ বাড়ির মালিক জিনারুল হক।

বাড়ির মালিক জিনারুল হক মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের বারী মিয়ার ছেলে। সে বর্তমানে গাংনী পৌরসভার ৬নং ওয়ার্ডের নিজ বাসভবনে বসবাস করে আসছেন। একই ফ্লাটে সাবেক এমপি মকবুল হোসেন বসবাস করে আসছেন।

প্রকাশিত সংবাদের বিষয়ে এক বিবৃতিতে বাড়ির মালিক জিনারুল হক সাংবাদিকদের জানান, আমার সাথে সাবেক এমপি মকবুল হোসেনের সাথে খুবই ভাল সম্পর্ক রয়েছে। তার বিরুদ্ধে বাড়ি দখলের কথা তো দূরের কথা বরং সে আমাকে অনেক সময় উপকার করে থাকেন।

পত্রিকায় প্রকাশিত কয়েকটি অভিযোগের বিষয়ে তিনি বলেন সাবেক এমপি মকবুল হোসেনের বিষয়ে যে অভিযোগ দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে তা কে করেছে তা আমার জানা নেই। কারণ পত্রিকায় যে বক্তব্যের কথা লেখা হয়েছে। এ সকল বক্তব্য আমার নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার সাথে অভিযোগের বিষয়ে কোন সাংবাদিকের কথা হয়নি । কোন সাংবাদিকের সাথে আমার পরিচয়ও নেই। তারা কেন এ সংবাদ প্রকাশ করেছে তা আমার বোধগম্য নয়। সাবেক এমপির বিরুদ্ধে প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, গত সোমবার (১১ মে) তারিখে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় সাবেক এমপি মকবুল হোসেনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।
পিবিএ/সাহাজুল সাজু/এএম

আরও পড়ুন...