পিবিএ,সুনামগঞ্জ: সুনামগঞ্জের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাষ্টার শনিবার (২০এপ্রিল) সকাল ৮টা ৪৫মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনের(ছাতক-দোয়ারাবাজার) সাবেক সংসদ সদস্য,সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সাবেক সভাপতি,জেলার সিনিয়র আইনজীবী এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ মাষ্টার মৃত্যুর পূর্বে তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফসাপোর্টে ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে-অ্যাডভোকেট আব্দুল মজিদের মরদেহ সিলেট থেকে সুনামগঞ্জের বাসায় নিয়ে আসছেন স্বজনরা। বিকালে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে আজই দাফন করা হবে।
আব্দুল মজিদের মৃত্যুতে তার নির্বাচনী এলাকা ও সুনামগঞ্জের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পিবিএ/জেএবি/আরআই