সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন গ্রেফতার

চাঁদাবাজি ও প্রাননাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ এর সাবেক সাংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে
গ্রেফতার করেছে র‍্যাব।

রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর একটি দল।

বুধবার বিকালে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর ১০ কোটি টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, তার পিতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, বালিয়াডাঙ্গীতে এ মামলাটি দায়ের করেন বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুল ইসলাম (বাবুল)।

আরও পড়ুন...