পিবিএ,সাভার: সাভারে গৃহবধূ টুটটুকি(২০) হত্যার ঘটনায় তিন যুবকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ । রবিবার (৫ জানুয়ারি) সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মলয় সাহা আটকের বিষয়টি নিশ্চিত করেন ।
আটককৃতরা হলেন-সাভারের উত্তর জামসিং এলাকার মৃত আব্দুল জলিল ছেলে জনি, একই এলাকার শুকুর আলী ছেলে সেলিম ,নারায়নগঞ্জের সুনারগাঁ এলাকার সিদ্দিকুর রহমান ছেলে জুয়েল ।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় সাহা জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের জামসিং এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে । পরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি ।
উল্লেখ, শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লার একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে বস্তাবন্দি ও হাত-পা বাঁধা অবস্থায় টুটটুকির মরদেহ উদ্ধার করে পুলিশ ।
পিবিএ/লোটন আচার্য্য/বিএইচ