সাভারে ফ্ল্যাট থেকে যৌনকর্মীসহ আটক-৫

পিবিএ ,সাভার: সাভারে ফ্ল্যাট ভাড়া নিয়ে অবৈধভাবে দেহ ব্যবসার পরিচালনার অভিযোগে পতিতা ও খদ্দেরসহ পাঁচজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার(১৬ জুলাই) দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা আনন্দপুর মহল্লার একটি তিনতলা বিশিষ্ট বাড়ির নিচ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- খুলনা জেলার সদর থানার খালিশপুর গ্রামের জামাল উদ্দিন শেখ (৬৫), তার স্ত্রী আমেনা বেগম (৩৫) এবং পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কল্যাণপুর মহল্লার
আয়েশা (২২), পাবনা জেলার আতাইকুলা থানার পাহাড়পুর এলাকার মো. আব্দুল গফুর(২৫) ও টাঙ্গাইল জেলার নাগরপুর থানার শামিম(৩৫) নামে দুই খোদ্দেরকেও আটক করে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভারের গেন্ডা আনন্দপুর সিটিলেন মহল্লায় একটি তিনতলা বাড়ির নিচতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে যৌন ব্যবসা চালিয়ে আসছে জামাল উদ্দিন শেখ ও তার স্ত্রী আমেনা বেগম। বিভিন্ন এলাকা থেকে পতিতাদের নিয়ে এসে ওই ফ্ল্যাটের বিভিন্ন কক্ষে অবৈধভাবে দেহ ব্যবসা করতো তারা।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এসময় দেহ ব্যবসায়ের সাথে জড়িত দুই নারীসহ
পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
ইকে/লোটন আচার্য্য/ইকে

আরও পড়ুন...