নড়াইল প্রতিনিধি: সামাজিক দূরত্ব না মেনেই নড়াইলে অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। জেলা যুবলীগের আয়োজনে পৌর এলাকার ধোপাখোলা মাঠে এ ধান কাটার উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা যুবলীগের সভাপতি শিল্পী মিনা, নড়াগাতি থানা যুবলীগের আহবায়ক হাদিউজ্জামান, কালিয়া যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম, লোহাগড়া যুবলীগের আহবায়ক সদরুদ্দিন শামীম, যুবলীগ নেতা সৈয়দ শরিফুল ইসলাম নান্তু প্রমুখ।
জানা গেছে, হার্ভেস্টার মেশিন প্রতি ঘন্টায় ১একর জমির ধান কাটা, মাড়াই, পরিস্কার এবং বস্তা বন্দি করতে পারবে। এতে একর প্রতি প্রায় ১ হাজার টাকা কম খরচ পড়বে। ফলে কৃষকের সময় বাঁচবেএবং অর্থ খরচ কমবে। সরকারিভাবে ৫০% ভর্তুকিতে পৌর এলাকার মাছিমদিয়ার মোঃ আনিচুজ্জামান কৃষক এ মেশিন ক্রয় করেন।
হারভেস্টার ক্রয়কারী আনিচুজ্জামান জানান, মাছিমদিয়া গ্রামের আলাই মোল্যার দুই একর ধান বিনামূল্যে কেটে দেওয়া হয়েছে। সরকারিভাবে ভর্তুকিকৃত এ মেশিনের সাহায্যে গরীর কৃষকের বিনামূল্যে ধান কেটে দেওয়ার ব্যবস্থা করা হবে। আবার যাদের কম সামর্থ্য রয়েছে তাদের কাছ থেকে শুধু তেল খরচ নেওয়া হবে।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবার ৪৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরা ধান আবাদ হয়েছে এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩০৭ মেট্টিকটন।
উল্লেখ্য, জেলায় বর্তমানে ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে বলে জানাগেছে।
পিবিএ/শরিফুল ইসলাম/বিএইচ