সিঙ্গাইরে পিকআপ ভ্যান চাপায় দুই বোন নিহত

পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইরে পিকআপ ভ্যান চাপায় সুবর্ণা ( ৯ ) ও ইশা (২) নামে দুই বোন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিংগাইর উপজেলার হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের বাস্তা-গাজিন্দা মাদ্রাসা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে সুবর্না ঘটনাস্থলে ও ইশা ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়।
নিহত সুবর্ণা ও আহত ইশা উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের রিকশাচালক ই¯্রাফিল হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে ঘাতক পিকআপ ভ্যান চালক ও তার সহকারি পলাতক রয়েছে।
থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম জানান, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে শিশু সুবর্ণা ও তার ছোট বোন ইশা বাড়ি সংলগ্ন হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের পাশে দাড়িয়েছিল। এসময় ঢাকাগামী একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই শিশুকে চাপা দিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বড় বোন সুবর্ণা নিহত হয়। ছোট বোন ইশা গুরুতর আহত হলে মুমুর্ষু অবস্থায় তাকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করে স্বজনরা। রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। পালিয়ে যাওয়া চালক ও হেলপারকে আইনের আওতায় আনা হবে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...