সিনেমা নয়, বাস্তবেই ২০ জনকে ঘায়েল করলেন এক যুবক! (ভিডিওসহ)

এক যুবকের ওপর এলোপাথাড়িভাবে আঘাত করছেন ২০ জন। আর প্রতিরোধ করছেন তিনি। পাল্টা মারছেনও। মারতে মারতে বেশ কয়েক জনকে ঘায়েলও করেছেন ঐ যুবক। সিনেমার কোনো দৃশ্য নয়, বাস্তবে এমন ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে, এক যুবককে ঘিরে ধরলেন ২০ জন। তারপরই শুরু হয় হামলা। বিশাল চেহারার যুবকের ওপর এক সঙ্গে ঝাঁপিয়ে পড়েন হামলাকারীরা।কিন্তু সেই ২০ জনকে ঠেলে সরিয়ে দেন তিনি। আবার তাকে ঘিরে ধরে মারতে শুরু করেন হামলাকারীরা।

পিটুনি খেয়ে আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন আক্রান্ত যুবক। তার ঘুষিতে বেশ কয়েকজন ছিটকে পড়েন মাটিতে।

ভিডিয়োতে আরো দেখা গিয়েছে, আক্রান্ত যুবকের ঘুষির আঘাতে মাটিতে ছিটকে পড়ে এক হামলাকারী জ্ঞানও হারান।

ভিডিয়োটি কোথাকার তা অবশ্য জানা যায়নি।

 

https://twitter.com/i/status/1560672866453954560

আরও পড়ুন...