পিবিএ,সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলায় একটি ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এতে পাচঁজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছে। তাৎক্ষনিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (১৯ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পিবিএ/সোহাগ হাসান জয়/এএম