সিরাজগঞ্জে নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত

সোহাগ লুৎফুল কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত। এর মধ্যে কাজিপুরের ৫ জন ও বেলকুচির একজন এবং সিরাজগঞ্জ পৌরসভার তিন জন স্টাফ রয়েছে।

সিভিল সার্জন ডা: মো: জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, ১২৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল৷ সেখান থেকে ৯ জনের করোনা ভাইরাসের নমুনা পজিটিভ এসেছে।

তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত আজকের ৯ জনসহ মোট ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...