পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকাডুবির ঘটনায় আরো দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়। এঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আরো ১২ যাত্রী। নিহত দুই জনের নাম পরিচয় পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার দুপুরের দিকে চৌহালী উপজেলার স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাষান আলী (৬৫) বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের বাসিন্দা, শেখ কামাল টাংগাইলের নাগরপুরের সুবর্ণতলী গ্রামের বাসিন্দাসহ মোট পাঁচজন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মাসুদ পারভেজ জানান, এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল।
নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কারনে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার তিনজন ও বুধবার সকালে আরো দুইনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১২জন যাত্রী।
যাত্রীদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।
পিবিএ/সোহাগ হাসান জয়/এমআর