পিবিএ, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত। নিহত মোটর সাইকেল আরোহী গোলাম মোস্তফা (২২) সলঙ্গা থানার রামারচর গ্রামের ইলিম আলীর ছেলে। শনিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের র্যাব-১২ এর সদর দপ্তরের সামনে এই ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ের থানার সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়। নিহতের মরদেহ হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত বাসটিও থানায় আটক রয়েছে।
পিবিএ/এসএলকে/আরআই