
সোহাগ হাসান, সিরাজগঞ্জ: শাহজাদপুরে সিএনজি ও বাস মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুরের মাদলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন,শাহজাদপুর উপজেলার খুকনী জুগীপাড়ার বাবলু মিস্ত্রির স্ত্রী শ্রীরানী মিতু বিশ্বাস ও শিশু কন্যা ইচ্ছা বিশ্বাস।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করে জানান,খবর পেয়ে শাহজাদপুর ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।