পিবিএ ডেস্ক: সিলেটে স্ত্রীসহ আরো এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্ত বেড়ে ২৬১ জন হলো।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ওই দুইজনসহ তিনজনের করোনা পজিটিভ আসে। আক্রান্ত অপরজন হবিগঞ্জের।
জেলায় এ পর্যন্ত পাঁচ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার দুপুরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়।
পিবিএ/এমএসএম