সিসি ক্যামেরায় দালাল সনাক্ত; দুইজনকে ৫ দিনের সাজা

hathazai-pbaপিবিএ,হাটহাজারী: হাটহাজারী ভুমি অফিসে মির্জাপুর তহশিল অফিসের শীর্ষ দালাল আজমকে আটক করেছে স্থানীয় লোকজন। সোমবার(১১ মার্চ) দুপুরের দিকে হাটহাজারী ভুমি অফিসে এসে কয়েকজনের মামলা নিয়ে কথা কাটাকাটির সময় সিসি ক্যামেরায় তাদেরকে ফলো করেণ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সম্রাট খীসা । ভিডিও ফুটেজ দেখে ভ্রাম্যমান আদালতে দুইজন দালালকে ৫ দিনের সাজা দেওয়া হয়।

ভুক্তভোগিরা অভিযোগে জানা যায়,হাটহাজারীর ৫টি তহশিল ও ১টি ভুমি অফিসে শক্তিশালী দালাল সিন্ডিকেট রয়েছে। তারা মন্ত্রী,নেতাদের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভুমি অফিসের নামজারী,বিবিধ মামলা ছাড়া বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানী করে বিশাল অর্থ হাতিয়ে নিচ্ছে। এ সব দালালদেরকে টাকা দিয়ে কোনো কাজ হয়না এমন তর্থ্য আটককৃত আজমসহ হাটহাজারী সদরে একাধিক দালাল সক্রিয় রয়েছে।

সিসি ক্যামেরা বসানোর ফলে এ সব দালালরা এখন আশপাশে ফটোস্ট্যাট ও কম্পিউটার টাইপিস্ট দোকান গুলো ও মুন্সী অফিস বসে কৌশলে কাজ চালিযে যাওয়ার অভিযোগ রয়েছে।
মোঠোফোনে কথা হলে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট সম্রাট খীসা ঘটনার সত্যাতা স্বীকার করে পিবিএকে বলেন, দালালমুক্ত রাখতে চাই ভুমি অফিসকে। এতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

পিবিএ /কেএএস /হক

আরও পড়ুন...