হানিমুনে সুইজার‌ল্যান্ড যাচ্ছেন মিথিলা-সৃজিত

পিবিএ ডেস্ক: অনেক দিন ধরেই গুঞ্জন শুনা যাচ্ছিল। সেটাকে সত্যি করে শুক্রবার সন্ধ্যায় কলকাতায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও পরিচালক সৃজিত মুখার্জী। এবার হানিমুনের উদ্দেশ্যে শনিবারইসুইজারল্যান্ডে যাচ্ছেন তারা দুই জন।

মিথিলা জানিয়েছেন, আজ শনিবার মধুচন্দ্রিমায় তারা সুইজারল্যান্ড যাচ্ছেন। সেখানে মধুচন্দ্রিমার পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে তার পিএইচডির রেজিস্ট্রেশন করবেন। সব মিলিয়ে সুইজারল্যান্ডে এক সপ্তাহ থাকবেন তারা।

ঘরোয়াভাবে আয়োজিত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া। এছাড়া মিথিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বন্ধুদের একটি অনুষ্ঠানে মিথিলা ও সৃজিতের প্রথম দেখা হয়। এরপর থেকে তারা নিয়মিত ফেসবুকের মাধ্যমে যোগাযোগ রাখতে শুরু করেন। সেখান থেকেই তৈরি হয় তাদের ঘনিষ্ঠতা। সৃজিতের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে অর্ণবের একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য কলকাতাও গিয়েছেন মিথিলা।

২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সংগীতশিল্পী তাহসানকে বিয়ে করেন মিথিলা। তাদের সংসারে একমাত্র কন্যা আইরা তেহরীম খান। তবে দু’জনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তাহসান-মিথিলা।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...