সুতা গুছিয়ে তোলার নানা পদ্ধতির মধ্যে চরকা একটি অতি প্রাচীন পদ্ধতি। দেশের গ্রামীণ ঐতিহ্য হিসেবে তাঁত শিল্পে হাত দিয়ে চরকার ব্যবহার প্রায়ই দেখা যেত। গ্রাম গঞ্জে তাঁতের প্রসার হ্রাস পাওয়ায় এখন আর চরকা তেমন একটা দেখা যায়না। আধুনিকতার ছোঁয়ায় কিছু কিছু শিল্প কারখানায় ইলেক্ট্রিক মোটরের সাহায্যে চরকা ঘুড়িয়ে কাজ করতে দেখা যায়। ছবিটি গাজিপুর জেলার চৌরাস্তা এলাকার এক কারখানা থেকে তোলা। রোববার, ১৯ সেপ্টেম্বর। ছবি : পিবিএ/কারিমুল হাসান লিখন

আরও পড়ুন...