সুনামগঞ্জের ফলের বাজার লিচুর দখলে। রসালো এই ফল কিনতে দেখা যায় ফলবাজারে। ক্রেতারা জানান বাজারে লিচুর পরিমাণ বেশি থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে রসালো এই ফলটি কিনতে গিয়ে দামের নাগাল পাচ্ছেন না নিম্ন আয়ের লোকজন। ছবিটি সুনামগঞ্জ জেলা শহর থেকে তোলা। বৃহস্পতিবার, ২৩ মে। ছবি : পিবিএ