সুনামগঞ্জে মাছ ধরায় ৩ জনকে জরিমানা

sunamgonj-pba

পিবিএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশায় ‘জালধরা’ নামক জলমহাল শুকিয়ে অবৈধভাবে মাছ ধরার দায়ে ৩ জনের কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু তালেব এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এরমধ্যে জালধরা জলমহালের ইজারাদার সবুজ মিয়াকে ৩ হাজার টাকা, আলী নূরকে ৩ হাজার টাকা ও একই অপরাধে মিয়া হোসেনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করাসহ আর কোনো দিন জলমহাল শুকিয়ে মাছ ধরবেনা মর্মে তাদের কাছ থেকে মুছলেকা রাখা হয়।
ধর্মপাশা থানার এস আই মো. রুকনুজ্জামান জানান, গত দুই দিন ধরেই উপজেলার সেলবরষ ইউনিয়নাধীনে থাকা জালধরা জলমহালটি ইজারাদাররা শ্যালো মেশিন দিয়ে শুকিয়ে মাছ ধরার চেষ্টা চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু তালেবের নের্তৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। তখন এ ঘটনার সাথে জড়িত ওই তিন ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায়সহ মুছলেকা রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

পিবিএ/জে এইচ/হক

আরও পড়ুন...