পিবিএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের রুটিন দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম।
সভায় সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু তারেক, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত আবিল আয়াম, নির্বাহী প্রকৌশলী এলজিইডি ইকবাল হোসেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-১ আবু বকর সিদ্দিক ভূইয়া, নির্বাহী প্রকৌশলী পওর-২ খুশি মোহন সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কাশেম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফরিদুল হক সহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ তার বক্ততায় জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ১১টি উপজেলায় ১২২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কাশেম জানান, ইতোমধ্যে ৫৮ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে এবং ৫০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান জানান, ১ হাজার ৪ শত ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে। জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীল আলম জানান, ৩৫১টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ১১৯ টি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় সংস্কার কাজের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তাছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু তারেক জানান, প্লাবিত এলাকায় যেকোন ধরণের অপরাধ দমনে জেলা পুলিশ বিভাগ তৎপর রয়েছে।
পিবিএ/জেএইচ/বিএইচ