সুনামগঞ্জ বজ্রপাতে নিহতদের পরিবারের হাতে অর্থ সহায়তা দিলেন

পিবিএ,সিলেট: সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে নিহতদের পরিবারের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা তুলে দিলেন জেলা প্রশাসক। শনিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জামালগঞ্জে গিয়ে নিহতদের পরিবারের লোকজনের খোঁজ খবর নেন।

এরপর তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদের হাতে শুকনো খাবার ও অর্থ সহায়তা তুলে দেন। প্রবল বর্ষণে পাহাড়ি ফলে বন্যাচলাকালীন সময়ে সম্প্রতি স্কুল থেকে শিশু সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলা সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের প্রথম শ্রেণির স্কুল ছাত্র অন্তর ও তার পিতা সাবিদুর রহমান নিহত হন।

এরপর দিন কয়েক পুর্বে হাওরে মাছ ধরাকালে প্রবলঝড়ের সাথে বজ্রপাত পড়ে উপজেলার ফেনারবাক ইউনিয়নের শন্তিপুর গ্রামের বানু হোসেন ও তার কিশোর পুত্র সুমন মিয়া (১৪) নিহত হন। জেলা প্রশাসক নিহত ওই দুই পরিবারের সদস্যদের হাতে নগদ ৪০ হাজার করে ৮০ হাজার টাকার নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এছাড়াও জেলা প্রশাসন নিহত জেলে বানু হোসেনের বিধবা স্ত্রী ও অপর তিন শিশু সন্তানদের বসবাসেরজন্য জন্য আশ্রয়ণ প্রকল্পে একটি নতুন বসতঘর তৈরীর করে দেয়ার ব্যবস্থা করেন। এ সময় জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিয়াংকা পাল,সহকাারি কমিশনার মনজুর আলম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমা, দৈনিক যুগান্তরের জামালগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য লোকজন প্রমুখ উপস্থিত ছিলেন।

পিবিএ/হাবিব সরোয়ার আজাদ/বিএইচ

আরও পড়ুন...