পিবিএ,সিলেট: ২৮ বর্ডার গার্ড ব্যাটালিন বাংলাদেশ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যাটালিয়ন হেড কোয়ার্টারে বিজিবি অধিনায়ক ইফতার ও দোয়ামাহফিলে আগত অতিথিগণকে ফুল দিয়ে স্বাগত জানান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

ব্যাটালিয়ন কোয়ার্টার হল রুমে সোমবার ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল মাকসুদুল আলমের সভাপতিত্বে ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি।
সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার এমপি , জেলা ও দায়রা জজ মো.ওয়াহিদুজ্জামান শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সিভিল সার্জন ডা. আশুতোষ রায়, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন, পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সদর থানার ওসি মো. শহীদুল্লাহ প্রমুখ সহ জেলার সরকারি বেসরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, গণমাধ্যকর্মীগণ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
পিবিএ/এইচএসএ/আরআই