পিবিএ ডেস্ক: সূর্যে যে ভর রয়েছে, তার থেকেও ৫ হাজার গুন বেশি ভর গিলে নেওয়ার ক্ষমতা রাখে একটি ব্ল্যাকহোল। মহাবিশ্বের কেন্দ্রে থাকা বিভিন্ন ব্ল্যাক হোল নিয়ে গবেষণার পর লিস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এমনটাই জানিয়েছেন।
সেখানকার অধ্যাপকরা জানিয়েছেন, মূলত মহাবিশ্বের বিরাট বড় ব্ল্যাক হোলগুলির উপর গবেষণা করে এই তথ্য পাওয়া গিয়েছে। এইসব ব্ল্যাক হোলের বাইরের দিকের বৃত্তে মূলত বায়বীয় পদার্থ জমতে থাকে। পরের দিকে এই বায়বীয় পদার্থগুলিই ব্ল্যাক হোলের ভিতরের শূন্যতা পূরণ করে।
অন্যদিকে, বাইরের জমে থাকা পদার্থগুলিই দীর্ঘ সময় ধরে জমে থাকার পর তারকার জন্ম দেয়। কিন্তু এই কাজে বাধা দেওয়ার জন্য আগাগোড়াই সক্রিয় থাকে ব্ল্যাক হোলগুলি। অধ্যাপকদের গবেষণা থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে, এই ধরণের বায়বীয় পদার্থ না জমে থাকলে একটি ব্ল্যাক হোল বড় হতে পারে না। তবে বড় হতে পারলে তা ৫ হাজার গুন বড় সূর্যকেও গিলে নেওয়ার ক্ষমতা রাখে।
পিবিএ/ইকে