পিবিএ,গাইবান্ধা: ভিক্ষা করা টাকা দিয়ে প্রতারণার শিকার সেই আনোয়ারা বেওয়া (৭৪) এর বয়স্ক ভাতার কার্ডের দাযিত্ব নিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের মৃত আসকার আলীর স্ত্রী আনোয়ারা বেওয়া। পেশা ভিক্ষাবৃত্তি। বয়সের ভারে নুয়ে পড়লেও এখনো অন্যোর কাছে থেকে চেয়ে নিয়ে জীবন নির্বাহ। স্বামী হারা আনোয়ারার পরিবারে আপন বলতে কেউ নেই। প্রতিদিন ভিক্ষা করে যা আয় হতো তা থেকে অল্প করে জমাতেন এই বৃদ্ধা। বয়স্কভাতার কার্ডের জন্য চেয়ারম্যান- মেম্বারের দ্বারে-দ্বারে ঘুরে বেড়িয়েছেন এই নারী।
কেউ তাঁকে ভাতার কার্ড করে দেয়নি। সেই সুযোগকেই কাজে লাগিয়ে প্রতিবেশী আবু বক্করের ছেলে আব্দুর রাজ্জাক টাকার বিনিময়ে বযস্ক ভাতার কার্ড দেওযার প্রস্তাব দেন ভিখারি আনোয়ারাকে। স্বপ্নের সেই বয়স্কভাতার কার্ড পাওয়ার আশায় ভিক্ষা করে জমানো ছয় হাজার টাকা তুলে দেন রাজ্জাকের হাতে।
আজ, কাল, পরশু এভাবে কেটে যায় বছর অতিবাহিত হলেও অধরাই থেকে যায় আনোয়ারার বয়স্কভাতা কার্ড। বৃদ্ধা আনোয়ারা বেওয়া বলেন “তিন বছর আগে ভাতার কার্ড করি দেওয়ার কথা কয়া ছয় হাজার ট্যাকা নিছে রাজ্জাক। এরপর খালি ঘুরেয়। আজকে হবে, কালকে হবে, কতে কতে তিন বছর পার হয়া গেচে। ট্যাকা চাবার গেলে চেয়ারম্যান- মেম্বারের কথা কয়”। “মুই আর কয়দিন বাচিম। ভিক্ষা করি যা জমাচনুম, সগ ট্যাকা অকেই দিচোম। মেলা দিন পর সেদিন আসাদ আর বিদ্যুৎ বাবা আসিয়ে মোর ট্যাকা উদ্ধার করি দিচে। কিন্তু মোর বয়স্ক ভাতার কার্ড এখনো হয়নাই। মোক কি দুনিয়াত দেখার মতো কেউ নাই”।
ফেসবুকভিত্তিক মানবিক সহায়তা গ্রুপ কমিউনিটি এগেইনেস্ট করোনা গাইবান্ধা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য গোলাম শাহরিয়ার বিদ্যুৎ বলেন, প্রতারক রাজ্জাকের কাছে থেকে ছয় হাজার টাকা উদ্ধার করা হয়েছে গ্রুপের সহযোগিতায়। এছাড়া বৃদ্ধার বাড়িতে গ্রুপের পক্ষ হতে ১০দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
এ প্রতারণার ঘটনা প্রকাশ হলে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জাতীয় পাটি সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সেই বৃদ্ধার বয়স্ক ভাতার কার্ডের দায়িত্ব নেন।
পিবিএ/বিএইচ