পিবিএ,সেনবাগ: নোয়াখালীর সেনবাগ উপজেলায় আজ নতুন করে আরো ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরা হচ্ছে ঃ কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের জেসমিন আক্তার (৪০), বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সাইফুল ইসলাম সুজন (২৯) ও সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামে দিদার হোসেন (৩২)। রোববার সকালে বিষয়টি নিশ্চত করেছে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান।
এরআগে শুক্রবার ওই ৩জনের জ¦র, শর্দি, কাশি ও গলা ব্যাথা হলে তারা করোনা পরীক্ষার জন্য সেনবাগ সরকারি হাসপাতালে নমুনা সরবরাহ করে। এরপর নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরিত নমুনা পরীক্ষার পর শুক্রবার তাদের শরীরে করোনা শনাক্ত হয় বলে হাসপাতালে পিসিআর ল্যাব থেকে বিষয়টি সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়। এরপর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মতিউর রহমানের নিদেশনায় সকাল থেকে পর্যায় ক্রমে ওই ৩টি বাড়ি লক ডাউন ঘোষনা করে এবং করোনায় আক্রান্ত রোগীদের হোম আইসুলেশনে রেখে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে। বাড়ি উপজেলা রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা ডাক্তার নির্ময় পাল, স্বাস্থ্য পরিদর্শক ওবায়দুল হক ও স্বাস্থ্য পরিদর্মক মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
এইনিয়ে সেনবাগে সেনবাগে করোনয় সংক্রমিত হয়েছে ৩২ জন। এরা হচ্ছে ঃ ১ ভিপি আবু নাছের দুলাল, তার স্ত্রী চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ২ মাহমুদা আক্তার মিতা, ঠিকাদার ৩ মোঃ নুরবনী, উত্তর সাহাপুর গ্রামে করিম বক্স (মকবুল মিস্ত্রী বাড়ির) ৪ মোজাম্মেল হোসেন, ৫ শামছুন নাহার, ৬ শারমিন আক্তার ৭ সহিদ উল্যা, কাদরা ইউপির তাহেরপুর গ্রামে ৮ মমিনুল ইসলাম, সেনবাগ পৌরসভার অফিস সহায়ক, ৯ জয়নাল আবদিন প্রকাশ ফকির আহম্মদ , ১০ পূর্বালী ব্যাং কর্মকর্তা আবু নাছের ও তার ভাই ১১ আবু তাহের প্রকাশ ইমরান, গৃহীনী ১২ উম্মে কুলসুম, জুটমিল শ্রমিক ১৩ মোঃ ইয়াছিন প্রকাশ রুবেল, ব্যবসায়ী ১৪ রিপন, ১৫ ফারুক, ১৬ এনাম, ১৭ খুরশিদ আলম বাবলু, ১৮ সাইফুল ইসলাম ১৯ আবুল হাশেম , ২০ ছাতারপাইয়া ইউপির পশ্চিম ছাতারপাইয়া গ্রামের ওলি কোম্পানীর বাড়ির মর্জিনা আক্তার , ২১ ফিরোজা আক্তার , ২২ তৈহিদুল ইসলাম পাপ্পু ২৩ রিনা সুলতানা নুপুর ২৪ রফিকুল ইসলাম কাদরা ইউপির অশ^দিয়া গ্রামের ২৫ মোঃ জাহাঙ্গীর আলম ২৬ তার স্ত্রী ছফুরা বেগম ২৭ সফিউর রহমান, ২৮ আবদুল মান্নান, তার ছেলে ২৯ সাইফুল ইসলাম
এরমধ্যে মারাগেছে ২৪ মে ঈদের আগেরদিন করোনা উপসর্গ নিয়ে ছাতারপাইয়া ওলি মিয়া কোম্পানী ,করোনায় আক্রান্ত হয়ে ছাতাপাইয়ার গ্রামের ঢাকা বিশ^বিদ্যালয় কর্মকর্তা আবদুল মান্নান। কেশারপাড়ের উদ্ধানিয়া গ্রামের রাজমিস্ত্রী আলী আক্কাস, কাবিলপুর ইউপির দক্ষিন সাহাপুর গ্রামের এসিআই কোম্পানীর নোয়াখালী এরিয়া ম্যানাজার সুফিকুল আজম সুজন।
পিবিএ/মোঃ জাহাঙ্গীর আলম/এএম