পিবিএ,নোয়াখালী: সেনবাগ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো মামুন প্রকাশ কসাই মামুন কে গ্রেফতার করেছে পুলিশ। মামুন ছাতারপাইয়া গ্রামের আবুল কালামের পুত্র।
সেনবাগ থানা পুলিশ পিবিএকে জানায়,শুক্রবার রাতে সেনবাগ থানার এস আই গৌর চন্দ্র সাহা ও এ এস আই আশিক অভিযান পরিচালনা করে উপজেলার ছাতারপাইয়া ইউপির পাচতুপা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সেনবাগে ৫, সোনাইমুড়ী ২. কুমিল্লার লাঙ্গলকোট ১ চট্টগ্রামের জোরালগজ্ঞ ১ টা মামলা রয়েছে। তার মধ্যে ৩টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী।
পিবিএ/আই/হক