পিবিএ, সেনবাগ(নোয়াখালী): নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে মোঃ আবদুর রহিম (৫) বছরের একটি শিশু মারাগেছে। নিহত শিশুটির বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তাানগর গ্রামে। সে ওই গ্রামের আলী আজ্জম মেম্বার বাড়ির মোঃ রুবেলের ছেলে। রোববার দুপুরে খেলা করতে গিয়ে বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বহু খোজাখুজি করে বিকেলে পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘেধষনা করেন। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এ সেছে।
পিবিএ/মোঃ জাহাঙ্গীর আলম/বাখ