সেনবাগে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, মালামাল লুট

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের রাজামারপুর ১নং ওয়ার্ডের তিন পুকুরিয়া নামক এলাকায় লাল মিয়ার বাড়িতে সৌদি প্রবাসী কবির আহম্মেদের বসতঘরে এক দুর্র্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাতদল প্রবাসী বাড়ির ভাউন্ডারী ওয়াল টপকিয়ে ভিতরে ডুকে বসতঘরের কলাপসিবল গেইটের ও রুমের দরজা ভেঙ্গে ভিতরে ডুকে আলমিরা ভেঙ্গে নগদ ৪৭ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহির উদ্দিন স্বপন সোমবার বেলা ১১ টারদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছ।

গৃহকর্তী মারজাহান আক্তার রোজি জানায় তিনি গত বৃহস্পতিবার (৩০ মে) স্বামীর বাড়ি থেকে ঈদ উপলক্ষে পিত্রালয়ে বেড়াতে যান। এরপর সোমবার সকাল ৮ টার দিকে পিতার বাড়ি থেকে স্বামীর এসে দেখেন তাদের বসতঘরের কলাপসিবল গেইটের তালা ভাঙ্গা এরপর ভিতরে গিয়ে দেখেন একটি রুমের দরজার তালা ও রুমের ভিতর স্টিলের আলমিরা ভাঙ্গা। এবং মালামাল তছনছ অবস্থায় পড়ে রয়েছে। এসময় দেখেন তার মাটির ব্যাংকে জামানো ৪০ হাজার টাকা ও হাত খরছের ৭ হাজার টাকা এবং ১০ ভরি স্বণালংকার নেই। তিনি আরো সে পিতার বাড়িতে যাবার সময় তাদের বসতঘরের গেইটের সামনে বসা ছিল একই এলাকার ফারুক ও মামুন নামে দুই যুবক। তার ধারণা তাদের অউপস্থিতে তার ওই ডাকাতির ঘটানাটি ঘটাতে পারে।
এ বিষয়ে থানায় যোগাযোগ করলে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের অনুস্থিতিতে ঘটনাটি ঘটেছে এটি ডাকাতি নয় ছুরি। তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছেন।

পিবিএ/ মোঃ জাহাঙ্গীর আলম/এমআর

আরও পড়ুন...