পিবিএ ডেস্ক : গোলাকৃতির লেজ, লম্বায় প্রায় সাত ফুট-১৮৯০ সালের দিকে নেদারল্যান্ডসে শেষবার দেখা মিলেছিল তার। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইউসি সান্তা বারবারার কোল অয়েল পয়েন্ট রিজার্ভে ফের দেখা মিলল সেই অদ্খুত আকৃতির মাছের। বিশেষজ্ঞেরা জানিয়েছেন, এটি সামুদ্রিক সানফিশের একটি বিশেষ প্রজাতি, যার নাম হুডউইঙ্কার সানফিশ।
যদিও প্রথম দিকে গবেষকরা ভেবেছিলেন এটা সানফিশের পরিচিত কোনও প্রজাতি হতে পারে। কিন্তু পরে পরীক্ষার পরে তারা বুঝতে পারেন এটা আসলে হুডউইঙ্কার সানফিশ, যার বাস পৃথিবীর আরেক প্রান্তে। এর আগে উত্তর আমেরিকাতে এই প্রজাতির মাছ দেখা যায়নি। কী করে এতটা পথ এসেছে মাছটি, তা নিয়ে চিন্তা-ভাবনা শুরু হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।
১৯ ফেব্রুয়ারি আমেরিকার ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চলে সমুদ্র সংরক্ষণ বিশেষজ্ঞ জেসিকা নিলসন প্রথম ওই মাছটিকে আহত অবস্থায় দেখতে পান। অদ্ভুত দর্শন মাছটির বেশ কিছু ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন তিনি। সেই ছবি দেখেই তার সহকর্মী থমাস টার্নার নিজের স্ত্রী ও পুত্রকে নিয়ে হাজির হন সেখানে। নিলসনের তোলা সেই ছবি ‘আইন্যাচারালিস্ট’ নামের একটা পরিবেশ সংক্রান্ত ওয়েবসাইটে পোস্ট করেন টার্নার। তারপরেই আলোচনা শুরু হয়ে যায় মাছটিকে ঘিরে। একজন মৎস্যবিজ্ঞানী ছবিটি দেখে জানান যে এটি হুডউইঙ্কার সানফিশ প্রজাতির মাছ। অপর একজন সমুদ্র গবেষক মেরিয়েন নাইগার্ড বলেন, মাছটির ছবি দেখার পর তিনি বিশ্বাসই করতে পারেননি যে, হুডউইঙ্কার আবার দেখা গিয়েছে। এতটাই বিরল এই মাছ।
নিউজিল্যান্ডের একটি মিউজিয়ামের সমুদ্র বিভাগে কাজ করেন নাইগার্ড। ২০১৭ সালে তিনি এই প্রজাতির মাছ খুঁজে বের করেছিলেন। হুডউইঙ্কার সানফিশ কোথায় বসবাস করে ও তার কিছু বৈশিষ্ট জানবার জন্য অনেক সময়ও দিয়েছেন নাইগার্ড। তিনিই জানান যে রেকর্ড ঘেঁটে দেখা গেছে, ১৮৯০ সালের দিকে নেদারল্যান্ডসে হুডউইঙ্কার সানফিশ দেখা যায়।
পিবিএ/জিজি