পিবিএ, সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরের লায়ন্স স্কুল ও কলেজের পেছনে ডোবার পানিতে পড়ে আব্দুস সাত্তার (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ( ৩ মার্চ) তাঁর মরদেহ এলাকাবাসী উদ্ধার করে।
উল্লেখিত এলাকার মুদি দোকানদার আব্দুস সাত্তার। হাঁস খোজার জন্য আগের দিন বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি। রবিবার তাঁর লাশ ভেসে উঠলে এলাকাবাসী তার মরদেহটি উদ্ধার করে। সৈয়দপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আজগার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি একজন মদ্যপায়ী ছিলেন।
পিবিএ/জেএইচ/জেডআই