সৈয়দপুরে নৈশ প্রহরীকে হত্যার হুমকি

পিবিএ,নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত জাতীয় স্বেচ্ছাসেবী বেসরকারী উন্নয়ন সংগঠন (এনজিও) গণ সাহায্য সস্থার নৈশ প্রহরীকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের এক দন্ত চিকিৎসকের স্বামী। এর প্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারী সৈয়দপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছে ওই নৈশ প্রহরী।

ডায়েরী সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের কদমতলী গ্রামের শ্রী জসির চন্দ্র রায়ের ছেলে দুলাল চন্দ্র রায় শহরের পাবর্তীপুর রোডস্থ গণ সাহায্য সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রের (এনজিও) নৈশ প্রহরী। তিনি তার কর্মস্থল সংলগ্ন ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে গণ সাহায্য সংস্থার নিজস্ব কৃষি জমি ৫ বছরের জন্য লিজ নিয়ে বিগত ৩ বছর যাবত চাষাবাদ করছেন।

সম্প্রতি ওই জমিটি ক্রয়সূত্রে নিজের দাবি করে চাষাবাদ করতে নিষেধ করেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের দন্ত চিকিৎসক ডা. নাজমা রুবীর স্বামী মো: মামুন। নৈশ প্রহরী দুলাল তার কাছে জমির কাগজ দেখতে চাইলে সে তা না দেখিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শণ করে চলেছে। গত ১২ ফেব্রুয়ারী ওই জমিতে দুলাল চন্দ্র চাষ করতে গেলে মামুন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারার জন্য তেরে আসে। প্রাণ ভয়ে দুলাল চন্দ্র সেখান থেকে চলে আসার সময় মামুন ভবিষ্যতে যদি আবারও ওই জমিতে যাওয়া হয় তাহলে জবাই করে মেরে ফেলার হুমকি দেয়। এসময় মামুন বলে আমি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য। তোর মতো হিন্দুকে মেরে ফেলে পুতে রাখলেও কেউ কিছু করতে পারবেনা। ফলে জীবনের নিরাপত্তার জন্য দুলাল চন্দ্র রায় সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন।

অভিযোগের বিষয়ে মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি আমি কিনেছি। এটি ওই এনজিওটি’র নয়। জমির প্রকৃত মালিকের কাছ থেকেই নেয়া হয়েছে। তাই জমি ছেড়ে দেয়ার জন্য বলেছি। কিন্তু সে কিছুতেই জমি ছাড়ছেনা।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো: শাহজাহান পাশা জানান, এ ধরনের একটা জিডি হয়েছে। ব্যাপারটা আমরা তদন্ত করে দেখছি। ঘটনার সত্যতা পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/এমজেএইচ/এমএসএম

 

আরও পড়ুন...