পিবিএ,সৈয়দপুর: মশক নিধনে আপনার সদিচ্ছাই যথেষ্ট’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও বংশ বিস্তার রোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট শনিবার সকাল ১১ টায় পৌরসভা চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও পৌর কার্যালয়ের সামনে এসে র্যালীর সমাপ্তি হয়। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সৈয়দপুর শাখার উদ্যোগে ও এসকেএস ফাউন্ডেশন সৈয়দপুরের সহযোগিতায় এ র্যালীর আয়োজন করে সৈয়দপুর পৌরসভা। র্যালীতে নেতৃত্ব দেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহিন, কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, তারিক আজিজ, কাজী জাহানারা পারভীন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, সচিব আশীষ কুমার সরকার, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, হিসাব রক্ষণ কর্মকর্তা শাহাদত হোসেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন শাহ, সৈয়দপুর শাখা সভাপতি ও পৌরসভার হিসাব রক্ষক আবু তাহের, ব্র্যাক আববান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর অপূর্ব শাহ, এসকেএস ফাউন্ডেশন’র প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম তফাদারসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, মকবুল হোসেন বিএম কলেজ, মুসলিম উচ্চ বিদ্যালয়, আসমতিয়া দাখিল মাদরাসা ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
র্যালী চলাকালে শহরের প্রত্যেকটি দোকান ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় ফগার মেশিনের সাহায্যে রাস্তার দু’ধারে মশা মারার ওষুধ ছিটানো হয়। র্যালীতে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করেন। র্যালী শেষে পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার বলেন, এ শহর আপনার আমার সবার, শহর পরিস্কার পরিচ্ছন্নতা রাখা দরকার। শহরকে মশক মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সৈয়দপুর পৌরবাসীর সহযোগিতা কামনা করছি। নিজে পরিচ্ছন্ন থাকুন ও অন্যকে পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করুন। বাড়ির আশে-পাশে সব সময় পরিচ্ছন্ন রাখুন। আবর্জনা ড্রেনে ও যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন। আপনাদের সহযোগিতা পেলে আমরা সৈয়দপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন শহর করতে সক্ষম হবো।
পিবিএ/ জাকির হোসেন/বিএইচ