রহমত উল্যাহ, পিবিএ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ীতে বাসের ধাক্কায় শাহাবুদ্দিন (৫৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাইপাস সড়কে আল বারাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন সোনাইমুড়ী পৌরসভার চাঁন মিয়া ব্যাপারী বাড়ির আব্দুল মোতালেব’র ছেলে।
সোনাইমুড়ী থানার ডিউটি অফিসার (এএসআই) রহিমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
পিবিএ/জেডআই