পিবিএ ডেস্ক: সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ হাজার ৭৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৭৫২ জনে।
রোববার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ১০জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১২ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫৬ জন। মোট সুস্থের সংখ্যা ২৫ হাজার ৭২২।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মক্কা মুকাররমে ৫৫৭ জন, রাজধানী রিয়াদে ৪৮৮ জন, মদিনা মুনাওয়ারায় ৩৯২ জন, বন্দর নগরী জেদ্দায় ৩৫৭ জন, দাম্মামে ২৮৬ জন, আল হুফুফে ১৪৯ জন, আল জুবাইলে ১৪৯ জন, তায়েপে ৮১ জন, আল খোবারে ৫১ জন, ক্বাতিপে ২৪ জন, তাবুকে ১৮ জন, জাহারানে ১৫ জন।
এদিকে গত শনিবার পর্যন্ত দেশটিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার হিসাব অনুযায়ী, জেদ্দা কনসুলেটর অধিক্ষেত্র তথা পশ্চিমাঞ্চলের এলাকাগুলোতে মোট ৯২ জন প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে, যা জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
পিবিএ/এমএসএম