
পিবিএ,ঢাকা: পিরোজপুর জেলার বহুল আলোচিত স্কুলছাত্র সাদমান সাকিব ওরফে প্রিন্স (১৪) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল হাসান নাঈম(৩৯)’কে দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
বিগত ২০১৩ সালে পিরোজপুর জেলার বহুল আলোচিত স্কুলছাত্র সাদমান সাকিব ওরফে প্রিন্স(১৪) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল হাসান নাঈম(৩৯)’কে দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর গতকাল ১৩ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ১২.৩০ ঘটিকায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
মামলা সূত্রে জানা যায় যে, বিগত ২০১৩ সালে পিরোজপুর জেলার পিরোজপুর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র সাদমান সাকিব ওরফে প্রিন্স(১৪)’কে ক্রিকেট খেলা নিয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার পরে আসামিরা ভিকটিমের লাশ গুমের জন্য লাশের সাথে ইট বেঁধে পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ভিকটিম সাদমান সাকিব ওরফে প্রিন্স এর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।
উক্ত ঘটনার দুদিন পর নিহত সাদমান সাকিব ওরফে প্রিন্স এর পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০১ তাং-০২/০৯/২০১৩ইং, ধারা- ৩০২/২০১/৩৪ দঃ বিঃ) দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়ায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলায় দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামি নাজমুল হাসান নাঈম(৩৯)’কে মৃত্যুদণ্ড ও ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।
গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২.৩০ ঘটিকায় ক্যান্টনমেন্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।