স্কুল ছাত্রীর ধর্ষককে গ্রেফতার ও শাস্তির দাবিতে জলঢাকায় মানববন্ধন

আসাদুজ্জামান স্টালিন,পিবিএ, জলঢাকা(নীলফামারী): নীলফামারীর জলঢাকায় স্কুল ছাত্রীর ধর্ষককে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ শেষে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীসহ এলাকাবাসী।

বুধবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ডিয়াবাড়ী বাজারে আয়োজিত বিক্ষোভ-মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থী,অভিভাবকসহ এলাকাবাসী।

শিমুলবাড়ী এসসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জুঁই আকতার ও মীম জানায়,শিমুলবাড়ী ইউনিয়নের লক্ষীমাড়াই গ্রামের ওই শিক্ষার্থী বেরুবন্দ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ে। রবিবার স্কুলে যাবার পথে পাশের গ্রাম দক্ষিণ বেরুবন্দ এলাকার মনির উদ্দিনের ছেলে মানিক(৩০)সকাল ১০টা হতে
দুপুর ২টা পর্যন্ত তালাবদ্ধ রুমে তাকে ধর্ষন করে। আমাদের সহপাঠির ধর্ষনকারীকে গ্রেফতার ও তাকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আমরা মানববন্ধনে এসেছি।

শিমুলবাড়ী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোতিশ চন্দ্র রায়ের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নীলফামারী জেলা হিন্দু-বৌদ্ধ ,খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক অবিনাশ রায়,উপজেলা হিন্দু-বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদ সভাপতি লিটন

কর্মকার,শিমুলবাড়ী ইউপি সদস্য পরবানন্দ রায়,নন্দলাল রায় প্রমূখ।বক্তাগণ অবিলম্বে ওই ধর্ষককে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

পিবিএ/এএস/জেডআই

আরও পড়ুন...