পিবিএ ডেস্ক : এই প্রজন্মের সেরা ব্যাটসম্যান কে? এই প্রশ্নে স্টিভ ওয়াহ বলেছেন, ‘সেরা টেকনিক বিরাট কোহালিরই রয়েছে। কাউকে যদি মডেল করতে বলি, তবে কোহালির খেলাকেই করতে বলব। কারণ, ওর টেকনিক একেবারে ঠিকঠাক।’
এই মুহূর্তে কোহলি দুরন্ত ফর্মে রয়েছেন। ২০১৮ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকায় তিন টেস্টের সিরিজে ২৮৯ রান করেছিলেন। তারপর ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে ৫৯.৩০ গড়ে করেন ৫৯৩ রান। এরপরই আইসিসির টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানের তালিকার শীর্ষে নিয়ে যায়। কোনও ভারতীয় হিসেবে সেরা র্যাংকিংয়েও পৌঁছান তিনি।
দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি করেন তিনি। তারপর একদিনের ক্রিকেটে টানা তিন ম্যাচেও করেন সেঞ্চুরি। অস্ট্রেলিয়ায় পৌঁছে কেরিয়ারের ২৫তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ২০১৮ সালে টেস্ট ও একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান তারই ছিল।
নতুন বছরে অস্ট্রেলিয়ায় কোহালির নেতৃত্বে ঐতিহাসিক টেস্ট সিনিজ জিতে ভারত। একই ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ও জেতে ভারত। সদ্য নিউজিল্যান্ডে এসে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচেই জেতেন কোহালি। দখল করেন সিরিজ। তবে শেষ দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। এর আগে একবারই নিউজিল্যান্ডে একদিনের ফরম্যাটে সিরিজ জিতেছিল ভারত। সেটা ২০০৯ সালে, মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে।
এর মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির সেরা তিন পুরস্কার জেতেন কোহালি। বর্ষসেরা ক্রিকেটার হিসেবে জেতেন স্যর গারফিল্ড সোবার্স ট্রফি। জেতেন আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান ও সেরা ওয়ানডে ক্রিকেটারের সম্মান। একইসঙ্গে আইসিসির সেরা টেস্ট ও একদিনের দলের অধিনায়কও নির্বাচিত হন। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্রামে আছেন কোহালি।
পিবিএ/ জিজি