স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে জাতীয় সংসদ ভূমিকা রাখবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় সংসদ ভূমিকা রাখবে।

বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় স্পিকার বলেন, মঙ্গলবার থেকে দ্বাদশ জাতীয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি এসেছেন। সংবিধান অনুযায়ী তিনি ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের আলোকেই সংসদে আলোচনা চলমান থাকবে। এছাড়া সংবিধান অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা, জন গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ প্রদান থেকে শুরু করে সংসদ সদস্যের অংশগ্রহণমূলক অন্যান্য কার্যপ্রণালী চলমান থাকবে।

এরপর জাতির বীর শহিদদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন- সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল এবং মাশরাফী বিন মোর্ত্তজা।

এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...